শত সহস্র বছর ধরে,
আসিয়াছি আমি বারে বারে।
কখনও প্রকৃতির কাননে,
কখনও বা মানবের উদ্যানে।

মোর আগমনে,আসিয়াছে কতজনে,
ছিল শীতল স্নিগ্ধ মধুর কানন।
ছিল না কোনো তপ্ত দাবানল।

মনের মাঝে শান্তি লইয়া,
দিবা রাত্রি জীবনের গান গাইয়া।
গড়েছি মোরা বহু স্বপ্নের আলয়,
রচেছি মোরা সুখ শান্তির দেবালয়।

ছিল সঙ্গী মোর, ঐ পাগল মধুকর,
নিকটে আসিতো মোর কর্ণ কুহরে।
অহরহ গাইতো গান কতনা মধুর সুরে।

............।।
ক্রমশ-----