সারাদিন কাটিয়ে বেলা,এবার গোধূলি বেলা বুঝি নামবে?
শত ক্লান্তির শেষে,সব কিছুর অবশেষে রাত বুঝি জাগবে?
ক্লান্ত রবি থামুক না, আঁধারটা নামুক না।
হাজার জোনাকি,আর শত নক্ষত্র বুঝি ভালোবেসে জ্বলবে?
হাজার তরঙ্গ খেলা,থামবে এই বেলা,স্বপ্নের ঢেউ নাকি উঠবে?
জোয়ারের ঢেউ-এ ঢেউ-এ ভালোবাসার মধুর সুর নাকি তুলবে?
তরঙ্গ থামুক না, জোয়ারের ঢেউ-এ উঠুক না।
স্বপ্নরা আপন হয়ে,এক হৃদয়ে রয়ে ,কানে কানে কিছু কথা বলবে।