নীল আকাশে,
স্বপ্ন বাতাসে,
মনে মনে ভাবি কবি।
যা ইচ্ছে তাই
মানে কিছু নাই,
জেগে জেগে দেখি ছবি।
লিখছি কবিতা,
শুন্য পাতা,
মিছে মিছে আনি ছন্দ।
না আছে পর্ব,
করি সদা গর্ব,
মনে লাগে শুধু দন্ধ।
ফাঁকা পাতায়,
খাতায় খাতায়
কি যে সব লিখি?
আমি জ্ঞানহীন,
ভাবি নিশিদিন,
ঐ রঙিন স্বপ্ন দেখি।
মন হয় লিখি,
নাহি কিছু শিখি।
না আসে মাথায় ছন্দরীতি।
না জেনে শুনে ,
না কিছু মেনে,
হয়েছি আমি কাব্য প্রীতি।