জীবনের সুখ দুঃখ মেশা পথটি বেয়ে,
ধীরে পথ চলেছি গানটি গেয়ে।
চলেছি জীবন মৃত্যুর শেষ ঠিকানায়,
জীবনের শেষ খুঁজেছি অজানায়।
চলছে জীবন ভাটার টানে,কিছু ছন্দ কিছু গানে,
চলেছে জীবন মৃত্যুর পানে।
পদে পদে কমছে আয়ু, বাড়ছে বয়স সময়,
জীবন ভরেছে সুখ দুঃখ বেদনায়।
সুখের জীবন একদিন হঠাৎ যাবে থেমে,
ঘন আঁধার আসবে নেমে।
আঁধার আর কোনদিন হবে না দূর।
আসবে না রঙিন স্বপ্নের দুপুর।
জীবনের জানা অজানা পথটি ধরে ,
গেঁথেছি স্বপ্ন বারেবারে।
নিমেশে সব হবে শেষ,উড়ে যাবে বহুদূর-
থামবে ছন্দ-গান,বাজবে না নূপুর।
........................................................................
ইংরাজিঃ ২৪-০৩-২০১৮
বাংলাঃ ৯ ই চৈত্র, ১৪২৮
খড়গ্রাম, মুর্শিদাবাদ।