কি যন্ত্রণা, বেদনা?
সর্বদা পিছুনের অদৃশ্য টান।
নিমেষেই ভেঙে যায় মনের প্রিয় গান।
আদিকাল থেকে অদৃশ্য কঠিন খোলশে মোড়া।
যেন পাষান পাথরে গড়া।
দিনরাত কাঁদে কলেবর।
মৃত্যু নিশ্চিত- নাকি প্রজাপ্রতির রঙ্গিল জীবন।
ঘন আঁধার,সংকীর্ণ মৃত পথ।
আজও জানা,তবু অজানা-অচেনা।
অজস্র আল প্রহরী রুখে দিচ্ছে গতি।
জানি না ভালো মন্দ না আছে ক্ষতি।
যেন হাজার চুম্বক দেয় হাতছানি-
ক্ষণস্থায়ী জীবন- পায় না অভয়-শুধু কানাকানি।
বাড়ে রক্তচাপ- বাড়ে রক্তের স্রোত।
বারবার কে মারে ধমকানি -
চারি পাশ নিস্তব্ধ ব-দ্বীপ রজনী।
বিষাদ মনের বাগান চারিদিক,
জ্বলে আছে রক্ত রঙের প্রদীপ।
শরীর একটু টল খেলেই সর্বনাশ।
শেষ হয় জীবনের শেষ নিশ্বাস।
মনের সাগরে উঠে-
অশান্ত বেদনার ঢেউ।
আঁধারের ওপার থেকে ডাকে কেউ।
চলে আত্ম পীড়ন।
আসে জ্বলন্ত বিকেলবেলা।
পড়ে থাকে অবসর সময়-শেষ হয় প্রিয় খেলা।
........................................................................