ঝরে যায় প্রবীণ,মাঝে মাঝে নবীন।
বৃক্ষ লতার বৃন্ত থেকে।
কিছু হয় ক্ষয়, কিছু বাকি রয়ে যায়।
জীবনের চলার বাঁকে।
চির শান্তির বাগে,আসে রাগে অনুরাগে।
সৌরব দিতে,শত শত ফুল।
কিছু রয়ে যায়, বাকি সব ক্ষয়ে যায়।
হিসাবতো নেই,কার যে ভুল।
ঐ আকাশের বুকে, আছে মহা সুখে।
উল্কা,তারাদের শোভা।
কেউ থেকে যায়, কেউ ঝরে যায়।
হয় নি যে একবার ভাবা।
.............................................
২২-০৪-২০১৮ নগর, মুর্শিদাবাদ