দেখি বিকেলের ঝরাপাতা-
মনটি আমার কাঁদে।
অসময়ে কিছু খবর শুনি-
মন ভেঙে যায় অবসাদে।
নব পল্লব আসে,মৃদু হেসে
কাকে বার বার খুঁজে।
অকালেতে কত ঝরে যায়-
কেউ থাকে মুখ বুজে।
হাজার স্মৃতি পড়ে থাকে,
জীবনের চলার ভাঁজে।
কেউ ভাবে অমর হবো।
রয়ে যাবো চির সাজে।