চলো নীল আকাশের দেশে,
রঙিন সূর্য আভার টানে।-
শেষ,মেঘ দিগন্তের শেষে,
থাকি মধুর স্বপ্ন গানে।
চলো রামধনু রঙ মাখি।
ঐ বৃষ্টি ভেজা গভীর রাতে।
মেঘ চরে স্বপ্ন ছবি আঁকি,
মিশি মেঘ যমুনার সাথে।
চলো ঐ আকাশ গঙ্গা পারে,
যেথা হাজার তারা জ্বলে।
চলো ঐ দিগন্ত রেখার ধারে,
যেথা সপ্ত পারিজাত ফলে।