যা পাখি তুই উড়ে যা-
নদী তীরে ঐ কাশবনে।
মেতে থাকিস প্রান ভোলা
সুরে সুরে গানে গানে।

আকাশ কালো মেঘ ভালো
বৃষ্টি ঝরায় সারা দুপুর ।
নেচে নেচে মেতে থাকিস
বাজবে যখন সোনার নূপুর।

আলতো বাতাস সুর দিবে
ঐ সবুজ সোনার বেণুবনে।
কিচিরমিচির ডেকে থাকিস
সুরের মালা নিস চিনে।

বাঁকা নদীর আঁকা তীরে
কেয়া পলাশ শিমুল গাছে।
হাজার হাজার প্রাণের পাখি
প্রাণের সুখে,মনের সুখে নাচে।

কেয়ার বনে সুগন্ধ মেখে
লক্ষ লক্ষ পাখির বাসা।
ভোরের রাতে আসবে কুসুমকলি,
নিয়ে আছে বুকে শত আশা।

আঁধার রাতে চাপা গাছে
জাগিস একটুখানি রাত।
অচিনপুরের সুর পাবি
মুক্ত আকাশ দিবে সাথ।

গগন পানে, মায়ার টানে
মনের সুখে ধরিস প্রাণের গান।
সঠিক ভাবে সুর দিস-
রাখিস জাতীর মান----
................................................
নগর, মুর্শিদাবাদ-