জীবনের ওপাশ থেকে
গভীর আধারের কণা বিন্দু আমাকে ডাকে
বিষন্ন অবসাদে প্রেম-ভালোবাসা ক্লান্ত
ছেড়ে চলে যায় অজানা পথে
প্রিয়জনের মিথ্যা প্রেমে হাসে প্রেমের পৃথিবী
ভুলে যাই মায়ের স্নেহ ভরা
ভালোবাসা আদর যত্নে গড়া এই সংসার শৈশবের বেদনা ভরা দুঃখ সুখে দুঃখের ছবি
আজ বড় নিঃস্ব একা পথ চলা
পথ চেনায় অজানা অতিথি
ধীর মন্তর জীবনের গতি পৃথিবীর মতি
অচেনা অজানা শান্তির পথ-সুখ শান্তির ধাম
মনে হয় অন্ধকারের ভালোবাসায় চির স্বর্গ
করি তোমার আলিঙ্গন হে অদৃশ্য অতিথি চেনাও সেই পথ যে চিরস্থায়ী সুখের ধাম।
প্রস্তুত থাকবো
করবো ত্যাগ এই অস্থায়ী পৃথিবীর জীবনের সুখ।
::::::::::::::::::::::::::::::::::::::::::::
খড় গ্রাম মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত বর্ষ
১৯/১২-২০০২