এক অদ্ভুত অদৃশ্য মায়া মমতার আকর্ষণ
         মনে হয় যেন মাতৃ স্নেহের অধিক
সেই অনন্তকাল ধরে
        চির চেনা অচেনা পথে গ্রহ উপগ্রহের আবর্তন
সূর্যের অক্লান্ত পরিশ্রমে মহাবিশ্বকে অকৃতিম আদরের আলিঙ্গন

জ্যোৎস্না ঝরে পড়ে নিশুতি রাতে
        পৃথিবীর কোলে,বর্ষার বৃষ্টির ধারার মত
রূপালী জ্যোৎস্না ভেজা গভীর রাতে
        বট বটবৃক্ষের শাখায় অচেনা বিহঙ্গ
চঞ্চু দ্বারা নিজ পালকে খুঁজে পায়
আদি প্রাচীনতম সভ্যতার ভালোবাসা,অদৃশ্য মনের ভাষা

বর্ণমালা আর শব্দরা আসে মনের গভীরে
        পুষ্পমালার ন্যায় গড়ে ওঠে হৃদয়ের সেতু
জন্ম হয় কিছু কবিতার হৃদয়,হৃদয়ের ভাষায়
ধীরে ধীরে গড়ে ওঠে এক নতুন অধ্যায়
সেই থেকেই তোমার আমার সবার পরিচয়--


বাংলা কবিতা স্মারক
---------------------------------------------
তারিখ:-০৪/০৬-২০২৩ রবিবার
নূর ভবন,নগর,খড়গ্রাম,মুর্শিদাবাদ,প:ব,ভারতবর্ষ