দুই হাতে তুলে নিয়েছি
একগুচ্ছ অবাঞ্ছিত ভাবনা, চিন্তা উত্তেজনা
আদরে বস্তি স্থাপন করতে দিয়েছি
সুস্থ মস্তিষ্কের বিস্তীর্ণ অঞ্চলে
ধীরে ধীরে অঙ্কুরিত হয়ে শিকড় গজিয়েছে পায়ের গোড়ালির সীমানায়
এখন তারা চুষে তাজা রক্ত আর কচি মাংস কুরে করে খায়।
এখন সচল শরীরে ক্লান্তি নামে সব সময়
দুই চোখে শান্তির ঘুম ভাঙ্গে
জেগে থাকে শরীর
সুখ শান্তি দূরে সরে যায়
আজ বড় অসহায়
অঙ্কিত হয় ও বংশবৃদ্ধি পায় উত্তেজনার শিশুর পরবর্তী জন্মের
দুই চোখে দুঃভাবনার আঁধার
শেষ জীবনের সাথী মনে হয়
সময় আজ বড় অসহায়