আয় রে ময়ূর,
বাজে নূপুর,
বৃষ্টির তালে তালে।

আছে অপেক্ষায়,
নাচে হৃদয়,
মেঘের কোলে কোলে।

নাচে ঐ ময়ূরী,
স্বপ্ন মাধূরী,
বনের ফুলে ফলে।

আঁকে শত ছবি,
নীরব রবি
বর্ষার জলে স্থলে।

ঘন কালো মেঘে,
গগণ বাগে,
আনন্দও উৎসবে।

খুশির ধরণী,
দিবা রজনী,
মেতেছে কলরবে।