চলো একটু বেড়িয়ে আসি,
       নব প্রত্যুষের প্রভাতে।
পুরানো স্মৃতির পাঁজর থেকে,
যেখানে অস্থায়ী জীবন,পদ্মপাতার প্রান্ত বৃন্তে।

আদর ভালোবাসার অপেক্ষায় নয়
        বৃদ্ধ শরীর কষ্টের ঘুমানো আত্মা।
আদর দিলেই  ঝরে পড়ে,
রক্ত মাংস, অস্থির অন্তর।
প্রাচীন বাড়ির দেওয়াল থেকে
ইট চুন সুরকির জীবনের মতো।

শীতল বিছানা নক্ষত্রদের পদতলে,
        বায়ুমন্ডলের কান্না থামে,
মাটির আদরে, ছায়াদের শরীরে।
শান্তির খোঁজে, আগামীর ক্লান্তির সময়
নত মস্তক মৃত ফুটন্ত গোলাপ কুঁড়ি।
অশ্রুর মুখবন্ধ লিখা অন্তিম কবিতায়,
জীবনের ইতিহাস পোড়া মাটির শরীরের আত্মায়।

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::