[আসরের কবি  ডাঃজি.এম.শাহিদুল ইসলাম মহাশয়কে উপহার দিলাম]

এখনও আঁধার,        এখনও কালো।
        আলো আঁধারই চারিদিক।
বনের আদর           জোনাকীদের আসর
       চারিদিক আলো ঝিকমিক।

ভোরের আকাশে,      প্রিয় বাতাসে।
        খেলা করে অনেক তারা।
রাতের পাখি,         মেলে দুই আঁখি।
         প্রিয়ার খোঁজে আত্মহারা

চন্দ্র আলোকে,        শীতল ভূলোকে
        আজও শুনি মিষ্টি মধুর গান।
ভোরের তরঙ্গে          প্রিয়তমার সঙ্গে ।
        গাঁথা আছে এক মন–প্রাণ।

আলো আঁধারে,           কত আদরে।
       ঘুমিয়ে থাকে আমার পৃথিবী।
তারই একটু মাঝে      নানা রঙে-সাজে
       বিধাতা এঁকে যায় শত ছবি।
.........................................................