প্রতিবন্ধীকতা নয় প্রতিভাহীনতা
         মহঃসানারুল মোমিন
         নগর,খড়গ্রাম,মুর্শিদাবাদ,পঃব,ভারত

বিশ্ব পৃথিবীর সুবিস্তীর্ণ ভূমে,
    হে মানব শিশু আজও আছো ঘুমে।
জাগো,একবার জাগো-
    রাখো নিজ লক্ষ্যে দৃঢ় শপথ।
লক্ষ্য অতি নিকটে,দুর্গম নয়,প্রতিবন্ধীকতার পথ।

প্রতিবন্ধীকতা মানেই প্রতিভাহীনতা নয়।
    যেমন হোক প্রতিবন্ধীকতার ধরণ-বিশ্ব করবে জয়।

চেয়ে দেখো বিশ্ব ইতিহাসের পাতায়,
     হাজার মনীষীর খ্যাত স্বর্ণ খাতায়।

প্রতিবন্ধীকতা
নিয়ে বিশ্বখ্যাত হলেন বিজ্ঞানী স্টেফেন হকিং।
বিশ্ব করেছে বিজয়,হয়েছে অমর সুলতান তৈমূর কিং।  

“পারাডাইস লস্ট” রচে খ্যাত হলেন মহাকবি মিল্টন।
“মধ্যাকর্ষণের”তিন থিয়োরী দিলেন উপহার বিজ্ঞানী নিউটন।

অন্ধ জগতের আলোকদিশার শিখা- লুইস বেল,হেলেন কেলার।
দৃষ্টি শক্তি হারিয়ে-ইলিয়াড,ওডিসি দিলেন গ্রীক কবি হোমার।

ইতিহাসের পাতায় অমর রূদাজী,বাশার বোরদ,সুধা চন্দন।
বিশ্ব আজও চেনে-তারা হলেন রালফ ব্রাঊন, শ্যাম কাওরথন।

প্রতিবন্ধী নও তুমি-করো জ্ঞানের বিকাশ জাগরণ,
পঙ্গু, বধির অন্ধ অক্ষম যাই হও নয় আত্ম সমর্পণ।

প্রতিবন্ধীকতা মানেই প্রতিভাহীনতা নয়।
     তোমার প্রতিভা শত বাধা অতিক্রম করে-বিশ্ব করবে জয়।


"সহমর্মিতার সংবেদন"