ক্ষুধার্ত পৃথিবী, শূন্য পাকস্থলী
ধনী জ্ঞানী অবশেষে নিঃস্ব।
ক্যানসার এডস করোনায় আক্রান্ত
অসহায় আজ সারা বিশ্ব।
চারপাশ আঁধার, গায়ে রক্ত ঝরে
থেমে গেছে সুর ছন্দ কাব্য।
বিষন্ন পৃথিবী,উদাস কিরণ শিশু
বিপদ সংকেত আসন্ন সম্ভাব্য।
ভয় নিয়ে কাটে দিন,বাড়ে ঋণ
জন্ম নেয় অদ্ভুত নানান কর্ম।
পৃথিবীর শরীরে মহামারীর চিহ্ন
হিংসা বিদ্বেষে ভুল হয় ধর্ম।
বিষাক্ত পবন, দূষিত মৃত্তিকা
অচল বিকল পৃথিবীর হৃদপিন্ড।
সবুক ক্ষেত হল অচল বন্ধ্যা মরু
ভুল হয় মনুষ্যত্ব এর মানদন্ড ।
জীবন প্লাবন,চঞ্চলমন,চাই সৎ জন
ভাসুক পৃথিবী সত্যের বন্যায়।
লুপ্ত হোক হিংসা দ্বেষ বিচ্ছেদ
মুছে যাক নানা ধরনের অন্যায়।
সত্যের আলোয় জাগুক পৃথিবী
শুভ প্রভাতে আসুক আগামী।
নয় ধনে,শুধু প্রিয়জনের গানে
সাজুক পৃথিবীর প্রিয় মাতৃভূমি।