এনেছি আমি যাতনা, বেদনা।
               নয় কোনদিন প্রেম ভালোবাসা।
সৃষ্টি নয়,শুধু চাই ধ্বংস,ধ্বংস।
               ইহাই মনের একমাত্র আশা-।

আমি আঘাত মেরেছি সজোরে।
               বহুবার শত শুভ সৃষ্টির মূলে।
অন্যায়কে রেখেছি,অট্টহাসি হেসেছি।
                আমার মনের প্রাণটি খুলে।

আমি নিষ্ঠুর,অতি অত্যাচারী-
               নয় কোনদিন নির্মল হৃদয়।
আমি জ্ঞান হীন শোষক শাসক-
               খুব কঠিন, লাজহীন নির্দয়।

ঘন ঘোর আঁধার এনেছি,
              অন্যায়ের গভীর  থেকে।
বিষাক্ত করেছি- আরও বিষাক্ত
              জ্ঞানের আলোকে পাশে রেখে।

তাই বলেছি বারবার,বহুবার-
              আনন্দে কখনও এসো না আর।
পৃথিবীতে নাই সুদিন আর-
            হতাশ, হাহাকার,চারিদিক অন্ধকার।
...........................................................................................................................
কাল কয়েক জন ছেলেমেয়ে পাড়ার বাঁকে ফাঁকা জায়গায় মিছে মিছে মারামারি খেলা করছে, মেয়েরা ধুলো দিয়ে বাড়ি ঘর  বানাচ্ছে আর  আর ছেলারা বারবার বলছে ভেঙে দিব,পুড়িয়ে দিব-আর কি আনন্দ পাচ্ছে।
এই থেকে এই কবিতা।
..............................................................................................................................
০৯-০৪-২০১৮ নগর, মুর্শিদাবাদ