হৃদয় মাঝে আছে যেজন,
তারে খুঁজি কেন বারবার?
হৃদয় জুড়ে, মনের তীরে
খুঁজেছি কি তারে একবার?
মনের পাখি, সদা ডাকি,
গাইছে দেখি প্রাণের গান।
মধুর সুরে, সারা দুপুরে,
ভরিয়েছে সে মরা প্রাণ।
মনের স্মৃতি,হয়ে প্রজাপতি
উড়লো সুখে মনের গগনে।
স্বপ্ন নিয়ে, প্রদীপ হয়ে-
জ্বললো সুখে হৃদয় কাননে।
শীতল ছায়ায়,স্বপ্ন মায়ায়
ইচ্ছেরা সব নয় শান্ত।
নানা সাজে সাজায় মন-
শত রঙে সাজে দিগন্ত।
হৃদয় মাঝে আছে যেজন,
তারে ভাবি কেন বারবার?
স্বপ্ন ছড়ায়, হৃদয় রাঙায়
ডেকেছে সে মোর বহুবার?
.…………………………………………………………….
রচনাকালঃ ইংরাজি-০8-১২-২০১৭
খড়গ্রাম, মুর্শিদাবাদ।