মধুর সুরে,মধুর গানে।
মনহারা পাখিদের কলতানে।
শত নীরবতা নিমেশে ভেঙে যায়।
এখন ঘুমাবার নয়তো সময়।
রুপালী জ্যোৎস্নায়,সুবাসের মোহনায়।
কত অজানা সুর পলকে ভেসে যায়।
হৃদয় খানি অচেনা সুরে ছুঁয়ে যায়।
এখন ঘুমাবার নয়তো সময়।
শত আশায়,ভালোবাসায়-
তরু লতায়, গুল্মলতায়।
গাছ গাছালীর শাখায় শাখায়।
শত শত পুষ্প কুঁড়ি এসে যায়।
ঘুম থেকে জেগে ওঠে হাজার আশায়।
শত নীরবতা নিমেশে ভেঙে যায়।
হৃদয় জুড়ে, কত সুরে।
শত বাঙালীর প্রাণে আশা জেগে যায়।
জাগে সুর ছন্দে, হৃদয়ে তরঙ্গে।
কত সুর জাগে মায়ের ভাষায়।
মোদের হৃদয়ের ভাষায়।
শত স্বপ্ন জাগায়। হৃদয় ছুঁয়ে যায়।
............................................................।।
ইংরাজিঃ ০৮-০১-২০১৮
সকালঃ ৬-০০ টা
নগর, মুর্শিদাবাদ।