হেরে যাওয়ার ইতিকথা
মহঃ সানারুল মোমিন
বেদনা ভরা সুর, যাতনা ভরা গান
শত সমুদ্র নোনা জলে ইচ্ছেদের অকাল স্নান।
আঁধারের বুকে চুইয়ে নেমে আসে অজনা আগামীর ভোর,
নতুন শিশু কিরণ বিষের ছোঁয়ায় বিষাক্ত-বন্ধ স্বচ্ছতার দোর।
জোনাকি আলোয় তীব্রতা বাড়ে,ভয়ে কাপে প্রাণ,
হেরে যায় সৃষ্টির শ্রেষ্ঠ,হারায় তাঁর শ্রেষ্ঠত্বের মান সন্মান।
ঘুমের পাঁজরে আঁতকে ওঠে,আগামীর প্রজন্মের নতুন পৃথিবী,
মৃত্যুর শেষ ছুইয়ে যায়,খুঁজে পাওয়া যায় শূন্যতার অনন্ত পরিধি।
জমে চলে পলির স্তর জীবনের চলার পথে,
ঘুম ভাঙানোর বিষাক্ত গরল ঝরে পড়ে নির্জন রাতে।
প্রিয়জন হারায়,কাঁদায় হৃদয়,চেনা সময়,কাটে অজানায় আলাপন,
হারায় পৃথিবী ছন্দ রীতি,আসে সুর হীন গীতি,অচেনায় ভরে মন।