দেখ আজ কাশ চলেছে
অজানা মেঘের দলে।
বাকিরা সুখে ঘুমিয়ে গেছে
মাটির শীতল কোলে।

শিউলি আজ ক্লান্ত হয়ে
ঝরে গেছে প্রাতে।
কত মনের কথা কয়
আপন ধরার সাথে।

চলেছে শরত আপন মনে
জানিনা কোন দেশে।
আসছে হেসে হেমন্ত রানী
নতুন সাজে বেশে।

ধরার বুকে গান ধরেছে
শিশির কণার দল।
উথাল নদী শান্ত হয়ে
বয়ে চলে চিরকাল।

আকাশ নদে রঙ লেগেছে
রবির অসীম অবদানে।
সবুজ ধরণী হাসি ছড়ায়
সোনালী রঙের ধানে।

মেঠো সুরে মেঠো গানে
নাছে তেপান্তরের মাঠ।
মাঝি মাল্লারা ক্ষণে ক্ষণে
ভরায় নদীর পথঘাট।

ঝিঝি পোকা গান ধরে
সোনালি ধান ক্ষেতে।
হাজার প্রদীপ জ্বালিয়ে রাখে
চন্দ্র বিহীন রাতে।

জোনাকিরা আনন্দে মাতে আজ
কালো গভীর রাতে।
শত রঙের আলো ছড়ায়
পথে যেতে যেতে।

সবুজে সবুজে রঙ ঝরে
নীল আকাশের গায়।
কত যে আশা,স্বপ্ন
দিগন্তে মিশে যায়।

....................................।।
....................................।।
নগর, মুর্শিদাবাদ