যে হাতে দিলাম আদর,
সেটা রেখো তুমি চিনে।
সেই হা্তে ফাটবো হৃদয়
অসহায় দুর্দিনে।
সুখের দিনে বাড়িয়ে রাখি,
গোপনে,রক্ত মাখা হাত।
এক নিমেষে চুরমার করি,
তোমার সুখ সাজানো রাত।
হাতের পঞ্চ আঙুলের
তর্জনীকে সাহস দিয়েছি বেশ।
জাগলে একবার,তার ইশারায়
ধ্বংস হবে প্রতিটি দেশ।
সোনায়, হিরায় সাজানো
আমার হাতের অনামিকা।
হাতের ভয়ে- লুকিয়ে পালায়
পৃথিবী একা একা।
বৃদ্ধার জোরে, সাহসে বলি
ভালো করেছি বেশ---
বৃদ্ধাঙ্গুলী উঠিয়ে চিৎকার করি-
বিশ্ব করবো শেষ।
....................................।