হে্মন্তের বুক চিরে,ধীরে ধীরে,
ভোরের ঘন কুয়াশার আগমন।
হাজার বছর ধরে আজও আছে শিউলীর নিমন্ত্রণ।
আসে আর ঝরে যায়। উষ্ণ নয় তবুও অকালে গমন।
আগুন ভরা রাত,দিন কারা সাথ-
তারা ও জোনাকির গোপন মিলন ।
শীতল আলোয় ছারখার হয় সৃষ্টির মধুর মিলন।
ডানাহীন স্বপ্নোর ভালোবাসার প্রতিকুলে বাঁকা চলন।
কি জানি কি ভয়,চাঁদ লুকায়।
দিগন্তের আগাছা ভরা পাশে।
পোড়া আকাশ, উষ্ণ বাতাস, হতাশা নিঃশ্বাসে।
বারবার হাজার আঘাত,সৃষ্টির নির্মল স্বচ্ছ বিশ্বাসে।