হতাশা না হওয়ার কবিতা
মহঃ সানারুল মোমিন
হতাশা হও না বন্ধু-
জানি, ক্লান্তি পরিশ্রম ছিল দিবারাত।
ছিল বুকভরা স্বপ্ন
আগামীর কিছু আশা।–
সেই আশা ধ্বংস করেছে কি হতাশা।
তোমার পরিশ্রমের হয়তো পাওনি ফল-
তবু তোমার অপেক্ষায় আগামী সকাল।
জানি ক্লান্তি পরিশ্রমের অবশেষে।
বুকে বাসা বেঁধেছে হতাশা এসে।
এগিয়ে চলো এক নয়- হাজার লক্ষ্যে-
দৃঢ় শপথ করো- স্বপ্ন রাখো বক্ষে।
তুমি কি পরাজিত?লাঞ্ছিত?বঞ্ছিত?
মনে কেন এত হতাশার ভাবনা?
সামনে তোমার আগামীর উজ্জ্বল সময়।
দৃঢ় শপথ করো- জাগাও ঘুমন্ত হৃদয়।
সফল হবেই হবে- দৃঢ় শক্ত করো মন।
তোমার অপেক্ষায় রয়েছে আগামীর সময়---।
তুমি আবার জাগবেই জাগবে শপথ রেখো এই আশায়।
............................................................
১০/০৬/২০২২ বিকেল-৫-১৫ মিনিট
শুক্রবার।