আজ মনের আকাশে,
দেখি সকল ফ্যাকাশে,
ইচ্ছেরা পরাধীন।
রামধনু রঙ নিয়ে,
আকাশের কোণে গিয়ে,
বিমুখ সারাদিন।
রোদ মাখা দিন সব,
চুপ চাপ কলরব-
রয়েছে বহুদিন।
স্বপনরা মন ভাঙা,
হৃদয়টি নয় রাঙা।
হতাশ চিরদিন।