নানা ফুল ফোঁটে আজ,
শরতের কোলে।
এবার বিদায় বেলা,
কেউ যায় বলে।
এসেছো অনেক আগে,
সময় যে শেষ।
এবার ফেরার বেলা,
ডাকে নিজ দেশ।
রেখে যাও সুখ স্মৃতি,
এই ধরা বুকে।
হবে না তোমার ইতি,
রবে মহা সুখে।