মুছে যাবে নীল,
শান্ত আকাশের বুকে।
ভরে যাবে মন,
হাজার শত দুঃখে।
শুনবে ঝিঝির,
সুরহীন কর্কশ ধ্বনি।
ভুলে যাবে তুমি,
মহা মানবের বানী।
পোড়াবে শরীর,
স্নিগ্ধ চাঁদের কিরণ।
হাজার সুখেও,
ব্যস্ত হবে শুধু মন।