সীমাহীন ব্যবধান,
তবুও চিরকাল একান্ত বড়ই আপন।
রুপে রাঙা সুনীল আকাশে,
কখনও বা নিশ্বাসের বাতাসে,
অজানা মেঘের অপরুপ সঞ্চরণ।
পৃথিবীর কোমল মাটি থেকে বহুদূরে ,
নতুবা নিজ ঠিকানার আপন অন্তরে ।
উল্কা রাশি নিমেশে খসে যায়,
হঠাৎ মিশে যায়।
কমে যায় সীমাহীন ব্যবধান।
আসা যাওয়ার মাঝে,
সকাল বিকাল সাঁঝে।
জীবন মৃত্যুর গভীর আলাপন।