[এই লিখাটি প্রিয় শ্রদ্ধেয় কবি রহমান মুজিব মহাশয়কে উপহার দিলাম]
যুগ যুগ ধরে, লতাপাতার মত-
সারা শরীর জড়িয়ে আছে কিছু ইচ্ছা,স্বপ্ন।
বুকের ভীতরে, পাঁজরে- পেশীতে।
আর হৃদয় থেকে আসা নির্মল হাসিতে।
চন্দ্রকলার মত কিছু কালো ছাপ-
আজও থেকে যায়- স্বপ্নহারা, নিরাশায়।
ঝেড়ে ফেলে পরিষ্কার করতে পারিনা,
সোনালী সময় নীরবে নিজস্ব নিয়মে
হেঁটে চলে যায়- নতুন অজানা ঠিকানায়।
তরু-বৃক্ষরা উৎসবের আনন্দে সেজে ওঠে
নতুন সবুজ ফুলে ফলে পাতায় পাতায়।
ঝেড়ে ফেলে অপ্রয়োজনীয় কিছু অসহায় পাতা
নিদিষ্ট এক সময়।
কিছুতেই বুঝতে পারিনা ঝরে পড়া-
শুকনো পাতার গোপন আত্মকথা।
থাকি নির্বাক হয়ে আকাশের দিকে চেয়ে-
যদি যায় কিছু পেয়ে -অনন্তকাল।
আসুক নতুন সূর্য- হোক শুভ সকাল------