একটু ফিরে পেতে চাই
শৈশবের ফেলে আসা সোনালী বেলা,
পড়ন্ত কার্তিকের হালকা শীতের আদরে।
আদরের জল্ পেয়ে পোয়াতি ধান ক্ষেত
স্বর্ণ ছোঁয়ায় ক্লান্ত।
ধান কুড়ানি বুড়ির সাথে,
মেঠো শালিকের গান হারায় আঁকা পথের মাটির ধুলিতে।
হারিয়ে যায় ধীরে ধীরে সান্ধ্যকালীন নানী দাদির ঘুম পাড়ানির রূপকথার গল্প।
বাউলের একতরায় লিখা তেপান্তরের শিয়ালের ডাকের সুরে জীবনের কিছু কথা।
হারিয়ে যায় আলোক শিশু
আকাশ গঙ্গার তীরে, বন শালিকের নীড়ে।
আকাশের বৃন্তচ্যুত হওয়া এক টুকরো নক্ষত্র নেব
নিঝুম রাতের নিস্তব্ধ বারান্দায়।
জোনাকির আদরে আজ বার্ধক্য সন্ধ্যা ।
::::::::::::::::::::::: ::: :::::::::::::::
তারিখ ৩০-১০-২০২২
নগর,মুর্শিদাবাদ,পশ্চিমবঙ্গ,ভারতবর্ষ