বলতো গোঁয়াই নদী,চলিস কেন এঁকে বেঁকে।
একটু বলিস যদি,পাখির মেলা  কেন বুকে।
আসে শালিক,সামখোল,মাছরাঙা ঝাঁকে ঝাঁকে।
আসে যায় গান গেয়ে যায় নানা সুখে-দুঃখে।

বর্ষায় বয়ে চলে অমৃত প্রেমের ধারা।
সুখেতে গান গায়  গর্ভে রয়েছে যারা।
গান গেয়ে বাশি হাতে চলে রাখাল ছেলে।
জলেতে মরাল মরালী চাই দুচক্ষু মেলে।

রাখাল ছেলে গরু লয়ে খেলে বালুচরে।
কুড়িয়ে স্বপ্ন,আশা-জীবনে আলো ঘিরে।
রবি চলে অস্তাচলে রাঙিয়ে চারদিক।
আসিল শশীর আলো-বালি করে ঝিকমিক।

কমল পাতায় নাচে শিশিরের সৈন্যদল।
বায়ু দোলা দেয়-করে প্রাণ টল মল।
গোঁয়াইয়ের জলে মাছেদের আনাগোনা।
ঘিরে আশা-ভালোলাগার জাল বোনা।


.............................................