শুধু চলেছি প্রশ্নের মাঝে
মহঃ সানারুল মোমিন
বুকের মাঝে হাজার কষ্ট নিয়ে,
মুখে বেদনার গান গেয়ে
শুধু চলেছি----
একবার শুধু বলেছি,
“ভালো থেকো” আমার সবুজ পৃথিবী।
একদিন সব মুছে যাবে,শত বেদনার ক্ষত ছবি।
কতটা জীবন ঝড়ে পড়লে,
কতটা বিষাক্ত জল গড়লে,
থেমে যাবে মৃত্যুর হাহাকার----
কতটা মানবাতার আলো জ্বালালে,
মুছে যাবে হৃদয়ের অন্ধকার।
কত খানি বুকে ব্যথা চাপালে,“বেদনা”তুমি থামবে-
কত খানি ভালোবাসা আনলে,
হৃদয়ের মাঝে মানবতার আলো নামবে।
শুধু চলেছি প্রশ্নের মাঝে,
দিবা রজনী বিস্বাদ সাঁঝে।
“মানবতা” কখন তুমি আসবে,
আমার পৃথিবীকে ভালোবাসবে।
................................................।।
৬ই জুন-২০২০।। ২৩শে জ্যোষ্ঠ শনিবার
খড়গ্রাম,মুর্শিদাবাদ