চল পড়ি
    মহঃ সানারুল মোমিন

খোকা খুকু আয়
        আর খেলাধুলা নয়।
অনাদরে পড়ে আছে
        প্রিয় বর্ণ পরিচয়।

তাড়াতাড়ি, ফিরি বাড়ি
        অন্য কিছু নয়।
ঘরে আছে ধারাপাত
       চল পড়ে নিতে চাই।

শিখে নেব কিছু অঙ্ক
       খাতা বই আজ সঙ্গ।
কিছু লিখে নিতে চাই
       আর খেলাধুলা নয়।

ছায়াতলে বনফুলে
       কিছু সুর পেতে চাই।
আছে সুর, কি মধুর
       প্রিয় বর্ণপরিচয়।

নানা ভাষা,নানা বই
        শিখে পড়ে নিতে চাই।
এই বেলা, নয় খেলা
       সব ভাষা হোক পরিচয় ।