এই আসরের প্রিয় শ্রদ্ধেয়া কবি ডঃ শাহানারা মশিউর মহাশয়াকে আমার এই ক্ষুদ্র উপহার দিলাম, সেই সঙ্গে রইল আসরের সকল কবিগণ ও পাঠগনের জন্য শুভ কামনা।]
চারিদিকে দেখি,মেলে দুই আখিঁ,
স্রষ্টার কি অপরুপ সুন্দর অবদান।
ঐ ভোরের পাখি,কারে যেন ডাকি,
মিষ্টি মধুর সুরে সুরে গায় গান।
দিবা আকাশ ভরে,কিরণ জ্যোতি ঝরে,
রাতের আকাশে জ্বলে জোনাকি তারা।
প্রভু তুমি যে মহান,গায় তব জয়গান,
বিশ্বজগত তোমার সৃষ্টি সুখে আত্মহারা।
পাহাড়ের গায়ে গয়না হয়ে ঝরণা ঝরে,
কি অপরুপ তোমার সুখ শান্তির সৃষ্টি।
মেঘেদের বুকে,আছে হাজার শত সুখে,
যেতে যেতে ঝরে পড়ে সুধা রুপী বৃষ্টি ।
..............................সংক্ষিপ্ত