গভীর ঘুমের গাঢ় প্রলেপ মাখা,
ভাবনা ডালে ডালে।
আজও ঘুমায় নীরব জ্যোৎস্না,
ভাঙা স্বপ্ন ফুলে ফুলে।
জমে যায় মরীচা শক্ত কঠিন,
পাঁজরের ধারে ধারে।
আজও শুকায় জীবন সাগর
রক্ত জমে তীরে তীরে।
হৃদয় গভীরে জমে পলির স্তর,
শ্বাস বদ্ধ মানবতা।
ছেঁড়া ছন্দ,নীরব ছেঁড়া মেঘ ছানা,
প্রাণ হারায় কবিতা।