ঘুম ভেঙে যায়
মহঃসানারুল মোমিন
ঘুম ভেঙে যায়,
ভোরের অলস আকাশে।
আসে নীরবে কুয়াশা ভেজা সকাল।
সারা রাত্রি জেগে ক্লান্ত তারারা ঘুমিয়ে পড়ে-
ছেড়া মেঘেদের বুকের পাঁজরে- দিগন্ত পারে।
শিশির ভেজা থাকে চিরকাল।
জোনাকির আলোর ছোঁয়ায়- লক্ষ প্রদীপ জ্বলে।
অসহায় মরু আকাশের কোলে।
থাক অনন্তকাল- অলস ঘুমের সকাল।
বাতাসে কানে কানে,কেউ যায় আজ বলে।