ঘুম ভাঙার শব্দ
মহঃ সানারুল মোমিন
ঘন আঁধারের পথ ধরে,
আর কতদিন-হবে চলতে।
কেউ জানে না,ঘুমায় নিশ্চিন্তে।
ঘন আঁধার রাতে,
রূপালী তারাদের সাথে,
আসুক চন্দ্র,জ্যোতস্নার আলো বুনতে।
আসুক,আলো জ্যোতির প্রভা,
রাত্রি কিংবা দিবা।
মানবতার ছবি-
আঁকুক প্রেম মানবতার রবি।
প্রতিজনের হৃদয়ের দিগন্তে-
আসুক রাত ভাঙার অজান্তে।
আসুক জানা অচেনা পাখি,
মানবতার গান গাইতে।
ভাঙুক আঁধার আরও একবার।
ইচ্ছে জাগে, মনের বাগে-
মিষ্টি মধুর গান শুনতে।
..........................................