আমি তোমার ঘুম ভাঙানো পাখি
ছদ্ম বেশে,মনের দেশে
শুধু সদা জেগে থাকি।
কাজল মাখা,সাজিয়ে রাখা
চেয়ে চেয়ে দেখি ঐ দুই আঁখি।
হৃদয় চূড়ে, স্বপ্ন পুরে
সদা আমার বিচরণ।
তোমায় নিয়ে, স্বপ্ন দিয়ে
করি প্রেমের আলাপণ।
অতি যতনে, মনের কোনে।
আমি সদা তোমায় হৃদয় পুরে রাখি।
আমি সেই তোমার ঘুম ভাঙানো পাখি।
মাধবী বনে, মধুর গানে,
সুর তোলে পাগল নূপুর।
মনের সাগরে,প্রেমের জোয়ারে,
অজানা গানে ভরে সারা দুপুর।
সাগরের ঢেউয়ে, স্বপ্নের নায়ে,
আমি তোমায় স্বপ্ন পুরে থাকি।
আমি সেই তোমার ঘুম ভাঙানো পাখি।