সমাজের প্রিয়জন
মহঃ সানারুল মোমিন
চাঁদের জ্যোৎস্না ভাঙে,
অঘ্রাণের চুপ ঘুম।
মাঠ ভরা স্বর্ণ ফসল,
চারপাশে একি ধুম।
শূন্য মাঠ,পূর্ণ আজি,
শুনি চাষির গান।
সুগন্ধ সৌরভ জাগে-
প্রতি বাঙালীর প্রাণ।
গোলা ভরে,স্বর্ণ দিয়ে-
হাজার পরিশ্রমে।
কৃষক তুমি প্রিয় বন্ধু,
পাবো না শত দামে।
হস্ত পরশে স্বর্ণ আসে,
মাটির বুক চিরে।
মুখে গান,বুকে স্বপ্ন-
মনে ইচ্ছা ঘিরে।
তোমার জন্য,আসে অন্ন,
প্রতি জীবের মুখে।
সমাজ ধন্য,তোমার জন্য-
থাকো চির সুখে------