মুখ বন্ধ সেলাই করা-
বুকে চাপা পাথর।
ঘাম ঝরে জীর্ণ শরীর-
অচল হল গতর।
মাটির মাঝে স্বর্ণ খোঁজে-
চালায় কোদাল লাঙ্গল।
শত জ্ঞানের জ্ঞানী তবু-
অল্পতে ভাঙে আঙুল।
ফসল ফলায় সারা বছর-
ঝরিয়ে মাথার ঘাম।
ভুলেই গেছি একেবারেই-
দিইনা তাদের দাম।
সকাল বিকাল খেঁটে তারা
ক্লান্তিতে দেয় ঘুম।
রাতের মাঝে কৃত্রিম আলো-
চলতে থাকে শত ধুম।
ভুলেই গেছি একেবারে-
রাখিনা তাদের মনে।
শত ব্যথা,শত কথা-
আছে হৃদয় কোণে।
............................................................
প্রকাশিতঃ-২৯-০৩-২০১৮
খড়গ্রাম মুর্শিদাবাদ।