চলেছি গভীর কালো আধাঁরে,
শুধু আলো খুঁজি বারেবারে।
কে সাথ দিবে ভাই,
গভীর আধাঁরে আছি তাই।
জোনাকিকে পেয়ে সাথী,
জেগে রবো সারারাতি,
জ্বালবে আধাঁরে প্রদীপ বাতি।
তাই-
চলেছি জোনাকিদের হাত ধরে,
পাড়ি দেবো আলোর সাগর তীরে।
কে সাথ দিবে ভাই,
চলো আলোর সাগরে যায়।
ঝরবে আলোর অমৃতধারা,
ভরবে জগৎ ভুবন ধরা,
বিশ্ব হোক স্বচ্ছ আলোয় গড়া।
সদা জীবনের গান গায়,
গভীর আধাঁরে প্রাণ ফিরে পায়।