আকাশের বুকে তপ্ত জ্যোৎস্নায়
লাগে আগুন,বাড়ে দ্বিগুন।
ধীরে ধীরে নেমে আসে
পৃথিবীর বুকে,বেদনায় দুঃখে।
আজ হতাশ শত আশা
নীরব সুর আর কবিতার ভাষা।
রাতের আধাঁরে,বারেবারে
খসে পড়ে হাজার তারা।
আঘাতে ক্ষতবিক্ষত শরীর হৃদয়
উদাস বাদল বৃষ্টিধারা।
চুপচাপ সাঝেঁর জোনাকি
বলে যায় কিছু কথা গোপনে।
ব্যর্থ চাঁদ, আজ হতাশ
কিছু সুর,কিছু গানে।
অভিমানী দৃষ্টিতে
আলোহীন শূন্যতা
জ্যোৎস্নার আগুন কাঁটা লাগে
বাড়ে শুধু ব্যর্থতা।
এই ভাবে চলবে,চাঁদ কিছু বলবে?
আশায় থাকে পূর্ণতা-------