যতই বলুক প্রাণের সাগর-
করবো না আর একটুও আদর।
ছুটে এসে মিশোনা আমার বুকে।
শত ব্যথায়, জ্বলে হৃদয়।
তুমিও জ্বলবে অনেক দুঃখে।
ছুটে আসে শান্ত নদী।
জানি তার মতি-গতি।
ঢেউ-এর বাহার চলে তার অঙ্গে।
সুখের সুর,না দুঃখের সুর?জেগে ওঠে তরঙ্গে।
যতই ব্যথা থাকনা তার-
যতই জ্বলুক নিজ অন্তর।
আপন হয়েছে নদী-
শত ব্যথায় আপন করে।
খুঁজি তার জগত ঘুরে।
এমন কেউ থাকতো যদি।
হৃদয়ে হৃদয় ঢেলে।
ভালো মন্দ সব কিছু ফেলে।
হতো সুখ, দুঃখের বিনিময়।
কত আশায়,ভালোবাসায় ভরে যেতো সবার হৃদয়।
............................................................