শিশির ভেজা,সবুজ পাতায়,
পত্র দিলাম হেমন্তকে।
কোন সাগরের হৃদয় থেকে,
রঙ ছড়ালো আকাশ বুকে।
শরৎকালে মেঘের ভেলায়,
আকাশ বুকে আনাগোনা।
কখন সে যে এসে গেছে,
চিনিয়ে দিল শিশির কণা।
দিনের বেলায় রৌদ্র ছোঁয়ায়,
শুনি চাষির মিষ্টি মধুর গান।
সোনায় সোনায় ভরে আছে,
মাঠের বুকের সোহাগ ধান।
শিউলি জাগে গভীর রাতে,
শুনে রাতের পাখির সুর।
তেপান্তরে হাক দিয়ে যায়,
বাজে ঝিঝি পোকার নূপুর।