তোমারই করি আহ্বান-
এসো, হৃদয় মাঝে,নতুন সাজে,
এসো, হে প্রাণের বৈশাখ।
যাক মুছে,মন্দ খারাপ,যা কিছু আছে।
থাক শুধু, ছিল যা কিছু মধু-
নব নব সাজে,সাজুক বৃক্ষ লতার শাক।
যাই ভুলে দুঃখ বেদনার স্মৃতি।
যাই ভুলে হাজার যাতনার গীতি।
নতুন সুরে সুরে, মিষ্টি দুপুরে,
রচি নব অমৃত আলোকের গান।
বিশ্ব ভরুক প্রেমে, বিধাতা আসুক নেমে।
ভরে যাক শুকনো মন ও প্রাণ।
হে বৈশাখ, করি তোমারে আহ্বান।
আনন্দে, শান্তিতে ভরুক সবার মন ও প্রাণ।
......................................................
১লা বৈশাখ,১৪২৫
১৫-০৪-২০১৮,
নগর, মুর্শিদাবাদ