ক্ষত জীবন
ঘুম ভেঙে জেগে ওঠা
সোনালী ধানের ক্ষেতে
সোনালী কিরণ ফিরে যায় হেমন্তের গ্রীবায়।
শরীর খাটানোর পরিশ্রমের ঘাম
জেগে ওঠে ভোরের রাতে ঘাসের শরীরে।
শিউলীরা ক্লান্ত হয়ে ঢুলে পড়ে পৃথিবীর কর্কশ বিছানায়।
নীড়ে না ফেরা পাখিরা
বিষন্ন সুরে গেয়ে চলে জীবনের শেষ গান।
অসহায় সমাজের পাঁজরে
আজও শুনি কীট পতঙ্গের আনন্দের জয়গান,
লজ্জায় মুখ ঢাকে ছেঁড়া মেঘের ওড়নায়-----
তারারাও লুকিয়ে পড়ে বিষাক্ত জ্যোৎস্নায় ।