কত জন আসে,কত জন যায়।
কোথায় শেষের শেষ।
জানে না হৃদয়।
যেতে যেতে যাই,কোন ঠিকানায়।
কোথায় স্বপ্নের দেশ।
খোঁজে যে হৃদয়।
মিশে যায় আঁধারে,কোথায় যে ঠাই।
কি যে রূপ,কি যে বেশ।
জানে না হৃদয়।
তারা ফিরে নাই, যারা চলে যায়-
খুঁজি ফিরি সারা দেশ।
পাই না,ব্যর্থ হৃদয়।