এলোমেলো,চঞ্চল পাগলা স্বপ্ন গুলো-
মেঘ বাদলার দিনে কি অপূর্ব রূপটি নিলো !
মেঘে জলে ভিজে ভিজে,ঘোরে ফিরে সারাক্ষণ।
রঙ্গিল স্বপ্ন হারিয়ে হয় নাকি বিষন্ন, বিষাদমন?
চুপটি মেরে বসে থাকে আর—
খোঁজে ফিরে মেঘে ঢাকা রামধনু।
ধরার বুকে ফুটে থাকা পুষ্পকাননে
লুকিয়ে থাকে আর গায়ে মাখে নব নব পুষ্পরেণু-।
ছুটে চলে,দলে দলে—
মেঘেদের কোলে কোলে-
খোঁজে রামধনুর সপ্ত রঙের দেশ।
স্বপ্ন গুলো -সদা কয়, করে হায় হায়!-
বলে-“আকাশের বুকে শত হাজার তারা,
ধরার বুকে শত ফুল রঙ বেরঙে আছে যেন বেশ।
তারা রঙ বেরঙে হল রঙ্গিল।
রঙে সাজে বিহঙ্গ আর গাঙচিল।
মনে আছে মোর বড় সাধ-
নেচে গেয়ে করবো আহ্লাদ।
............
ক্রমশ-