এল কাশফুল
মহঃ সানারুল মোমিন
চল গিয়ে দেখি,
মেলে দুই আঁখি,
ওই দূরে,
নদী তীরে,
দূরে মাঠে,
নদী ঘাটে,
দেখি শ্বেত স্বর্ণধন।
মিষ্টি হাসে কাশবন।
মাথা দুলে দুলে,
শ্বেত ফুলে ফুলে,
সাজে মাঠ,
নদী ঘাট,
প্রাণ মন,
প্রিয়জন,
নামে ঐ গগন।
সাজে ধরা কোন।
এল কাশ ফুল,
যেন মেঘ চুল,
দুলে দুলে,
হাত তুলে,
ডাকে আয়,
বলে যায়,
খেলি নিজে বনে।
নিয়ে প্রিয় জনে।